প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র চালু করা হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী !!
তিন দিনের সফরে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমিরাত সরকারের বিশেষ আমন্ত্রণে দেশটির প্রযুক্তিযুগের স্মরণকালের সেরা আয়োজন দুবাই এয়ার শো-২০১৯ তে অংশ নিতেই তার এ সফর।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সংযুক্ত আরব আমিরাত সফর নিয়েই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী জানান, শনিবার (১৬ নভেম্বর) দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। ১৯ নভেম্বর তার ফেরার কথা রয়েছে।
তিনি বলেন, প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র চালু করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে এটি চালু করবেন। বাংলাদেশ দূতাবারে জন্য জমি বরাদ্দসহ এ সফরে আমিরাত সরকারের সঙ্গে তিনটি সমঝোতাস্বারক স্বাক্ষর করা হবে।