প্রশাসনকে ব্যবহার করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে: ইশরাক !!
এবার প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনের ফলাফল নির্ধারণের চেষ্টা করা হলে দাঁতভাঙা জবাব দেয়া হবে বলে হুশিয়ার দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। আজ ১১ জানুয়ারি শনিবার দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে থেকে গণসংযোগ শুরুর আগে এ হুশিয়ার দেন তিনি।
এ সময় অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক বলেন, ‘গত ১৩ বছর ধরে আমরা দেখেছি সরকার কী করতে পারে। তাদের কোনো জনসমর্থন নেই। তাদের পাশে ভোটাররা নেই।’
ইশরাক আরও বলেন, ‘নির্বাচনে ইশরাক হোসেন কেউ না, এই নির্বাচন আমাদের মুক্তির লড়াই, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, এটা দলের লড়াই। আমাদের নেত্রীকে জেল থেকে বের করার লড়াই।’
এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির বৈদেশিকবিষয়ক কমিটির সদস্য ইশরাক বলেন, ‘আপনারা যদি দেশে শান্তি ফিরে পেতে চান, ভোটাধিকার ফিরে পেতে চান, গণতন্ত্রকে রক্ষা করতে চান, আজকে যে দুর্নীতির মহোৎসব হচ্ছে, এসব বন্ধ করতে চান, আমাদের জোরালোভাবে মাঠে থাকতে হবে।’
ইশরাক আরও বলেন, ‘আপনারা ভয় পাবেন না, আমি আপনাদের পাশে থাকব। আমরা পুলিশকে ভয় পাই না। আমরা মুক্তিযোদ্ধার জাতি।’
সূত্রঃ বিডি২৪ রিপোর্ট