প্রেমের জের ধরে জয়া হিজড়ার আত্মহ’ত্যা !!
সাতক্ষীরায় প্রেমের জের ধরে জয়া নামের এক হিজড়া আত্মহ’ত্যা করেছে। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ পাথরঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। সুত্র জানায়, জয়া নামের একজন হিজড়া ঝাউডাঙ্গা গ্রামে দীর্ঘদিন যাবত ধরে বসবাস করতো।
সদর উপজেলার পাথরঘাটা গ্রামের এক যুবকের সাথে তার দীর্ঘদিনের প্রেমের সর্স্পক ছিল। গতকালকে তাদের দুজনের মধ্যে ঝগড়া ও কথাকাটাকাটি হওয়ায় একটি পর্যায়ে শুক্রবারে দুপুরে জয়া তার ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরবর্তীতে স্থানীয়দের দেওয়ার তথ্যের ভিত্তিতে সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, পুলিশ তার মৃতদেহ উদ্ধার করেছে। তবে মৃত্যুর সঠিক কারণ এই মুহূর্তে জানানো সম্ভব নয়। তিনি আরও জানান, বিষয়টি ইতোমধ্যে পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।