প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হলেই জরিমানা !!
প্রা’ণঘা’তী করোনাভা’ইরাসের প্রাদুর্ভাব কমাতে অপ্রয়োজনে বাসার বাইরে বের হতে নিষেধ করেছে সরকার। প্রয়োজন ছাড়া বাসার বাইরে বের না হওয়া ও সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে। কিন্তু অনেকেই তা মানছেন না।
বিনা কারণে বাসার বাইরে বের হচ্ছেন। এমন পরিস্থিতিতে এবার রাজধানী ঢাকায় বিনা কারণে বের হলেই জরিমানা করতে শুরু করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। আজ ঢাকায় র্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম অভিযান চালিয়ে ২৫ জনকে ৮৯,৫০০ টাকা জরিমানা করেছেন।
বাসা থেকে কেনো বের হয়েছেন এর পেছনে সদুত্তর দিতে না পারায় তাদেরকে জরিমানা করা হয়েছে। এই বিশেষ ভ্রাম্যমাণ আদালত প্রতিদিন চলবে এবং প্রয়োজন ছাড়া যারা বাইরে বের হবেন তাদের জরিমানা করা হবে বলেই এক প্রেস বিজ্ঞপ্তিতে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়।
সারওয়ার আলম বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী, ওষুধপত্র কিনতে কিংবা হাসপাতাল গমনে বের হয়েছেন অথবা জরুরি কাজে বের হয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে।তবে প্রয়োজন ছাড়া বাসা থেকে যারা বেরিয়েছেন, আড্ডা দিতে কিংবা গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছেন এমন ২৫ জনকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনে ৮৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।