প্লাস্টিকের নৌকায় সমুদ্র পাড়ি দিতে গিয়ে ৪ বাংলাদেশির মৃ’ত্যু !!
ভাগ্য বদলানোর আশায় বড় অংকের টাকা খরচ করে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন তারা। মরক্কো থেকে স্পেনের উদ্দেশ্যে একটি প্লাস্টিকের নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দেবার সময় নৌকাটি ডুবে যায়। এই ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে চার জন বাংলাদেশি, এর মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এছাড়াও, বিভিন্ন দেশের ৫৯ নাগরিককে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ, এখনো নিখোঁজ রয়েছেন অনেকে।
পরিচয় নিশ্চিত হওয়া নিহত আশরাফ সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের পেছিখুমরা গ্রামের আশিক মিয়ার পুত্র। এছাড়া একই নৌকায় থাকা অন্য তিনজন বাংলাদেশির মধ্যে দু’জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) আশরাফের মৃত্যুর খবর তার খালাতো ভাই দক্ষিণ আফ্রিকা থেকে জানিয়েছেন।
আশরাফের সাথে পরিবারের শেষ কথা থেকে জানা যায়, ৭৮ জনের একটি দল নৌকায় করে স্পেনের ম্যালিয়ায় উদ্দেশ্যে যাবে। আশরাফ পরিবারকে এটাও জানান যে, দালালরা বলেছে- নৌকায় বেশি দূরত্ব যেতে হবে না, নদী পার হওয়ার দূরত্ব সমান পথ পাড়ি দিতে হবে। যদিও বাস্তবে সেটা ছিল ভূমধ্যসাগরের জিব্রাল্টার চ্যানেল পাড়ি দেয়ার সমান।