ফাঁসির আগে ক্ষমা চেয়ে অঝোরে কাঁদলেন গণধর্ষন মামলার দুই আসামি!
যশোর কেন্দ্রীয় কারাগারে দুই নারী ধর্ষণ ও হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ফাঁসি হয়েছে। সোমবার (৪ অক্টোবর) রাত ১০:৪৫ মিনিটে তাদের ফাঁসি দেওয়া হয়।
এর আগে, শনিবার সকালে তার পরিবার যশোর কেন্দ্রীয় কারাগারে দুই দোষীর সাথে শেষবারের মতো দেখা করে। এ সময় তারা কান্নায় ভেঙে পড়েন। কালু আর আজিজুল কাঁদতে থাকে এবং সবার কাছে ক্ষমা চায়।
দণ্ডপ্রাপ্তরা হলেন: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসকরা ইউনিয়নের রায়লক্ষ্মীপুর গ্রামের আজিজুল ওরফে আজিদ ওরফে আজিজ (৫০) এবং মিন্টু ওরফে কালু (৫০)। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভুক্তভোগীদের স্বজনরা বিচারিক ও আইনি প্রক্রিয়া শেষে তাদের মৃত্যুদণ্ডের সঙ্গে শেষ হওয়া ১-বছরের দীর্ঘ প্রতীক্ষায় স্বস্তি প্রকাশ করেছেন।
ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, পরিবারের সঙ্গে শেষ সাক্ষাতের সময় কালু এবং আজিজুল কাঁদতে থাকেন এবং সবার কাছে ক্ষমা চান। দুজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে কারা কর্তৃপক্ষ লাশটি আমাদের কাছে হস্তান্তর করেছে।
যশোর কেন্দ্রীয় কারাগারের তুহিন কান্তি খান জানান, আজিজ ও কালুর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় আজ রাত ১০:৪৫ এবং রাত ১০:৫০ এ জেলা প্রশাসক ও পুলিশ সুপার, সিভিল সার্জন, চিকিৎসক প্রতিনিধি উপস্থিত ছিলেন।