ফের দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস !!
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেছেন, ২০, ২১ ও ২২ ডিসেম্বরের ভেতর একটা মৃদু আকারে শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে। এর প্রভাবে বেশি পড়বে উত্তরবঙ্গের কিছু জায়গায়। ২২ ডিসেম্বরের পর আবার তাপমাত্রা বেড়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘২৫ ডিসেম্বরের পরে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ আসতে পারে। এর প্রভাব বেশি পড়তে পারে রাজশাহী, যশোর, খুলনা অঞ্চলে। মাঝারি আকারের শৈত্যপ্রবাহ হলে এই তিন অঞ্চল ছাড়াও অন্য অঞ্চলেও এর প্রভাব পড়তে পারে।’
বুধবার (১৮ ডিসেম্বর) দিনাজপুরে তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহের ফলে ঘনকুয়াশায় দুর্ভোগ বাড়ছে ছিন্নমূল ও দরিদ্র মানুষদের।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এ মাসে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং সেটি পরে নিম্নচাপের রূপ নিতে পারে।