ফের মুসলিমদের হু’মকি দিয়ে যা বললেন বিজেপি নেতা !!
রবিবার (১৯ জানুয়ারি) পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, এক কোটি বাংলাদেশি মুসলিম ভারতের পশ্চিমবঙ্গে অবৈধভাবে বসবাস করছে। এদেরকে ফেরত পাঠানো হবে।
এ সময় তিনি বলেন, ভারত সরকারের ভর্তুকিতে ২টাকা কেজি চাল খেয়ে অবৈধ বাংলাদেশিরা সেখানে জাঁকিয়ে বসেছে।নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলনে সহিংসতার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, আন্দোলনের নামে রাজ্যজুড়ে অগ্নিসংযোগের ঘটনায় অবৈধ বাংলাদেশিরাই জড়িত।
‘হিন্দু শরণার্থীদের’ পক্ষ নেওয়ায় তাকে সাম্প্রদায়িক আখ্যা দেওয়ায় আক্ষেপ নেই উল্লেখ করে দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশে নির্যাতনের হাত থেকে তাদেরকে পালিয়ে বাঁচতে হয়েছে।এদিকে, মমতা বন্দ্যোপাধ্যয় বলেছেন, বাংলাদেশ থেকে ৫০ বছর আগে ভারতে আসা বাঙালি শরণার্থীদের ফের বাংলাদেশে ফেরত পাঠানোর ছক কষছে বিজেপি।