ফের রাজধানীতে আসতে পারে লকডাউন !!
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় লকডাউন বাস্তবায়নে জরুরি সভা ডেকেছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টায় ডিএসসিসি মেয়র তাপসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে। বুধবার (২৪ জুন) ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় লকডাউন বাস্তবায়ন কমিটির ২য় জরুরি সভা আহ্বান করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) লকডাউন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছিলেন, ‘আমরা প্রস্তুত। লকডাউন বাস্তবায়নে এলাকাভিত্তিক সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’ এর আগে গত ১৬ জুন নগর ভবনে কোভিড-১৯ নিয়ন্ত্রণে জোনিং সিস্টেম বাস্তবায়ন বিষয়ক ডিএসসিসির কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়।
সূত্র- বিডি২৪লাইভ