ফ্লাইওভার থেকে উড়ে সড়কে পড়ল প্রাইভেটকার (ভিডিও)

যেন এক সিনেমার ভয়ঙ্কর কোনও দৃশ্য! উড়াল সেতুর ওপর থেকে উড়ে সড়কে এসে লেপ্টে গেল এক প্রাইভেটকার। তারপর যা হবার তাই! চাপা পড়ে নিভে গেল এক প্রাণ। এরপর জট বেধে গেল ওই এলাকায়। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ দেখলে যেটিকে মনে হবে সিনেমা; তা আসলে কোনও সিনেমার দৃশ্য নয়।

এমন ভয়াবহ কাণ্ড ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যে হায়দারাবাদের এক সড়কে। এনডিটিভি বলছে, শনিবার দুপুরে সদ্য উদ্বোধন করা ওই উড়াল সেতুর পাশে মেয়েসহ অটোরিকশার জন্য দাঁড়িয়ে ছিলেন এক নারী। এ সময় উচ্চগতির একটি প্রাইভেটকার উড়াল সেতু থেকে নিচে পড়ে যায়। ওই কারের নিচে চাপা পড়ে যান দাঁড়িয়ে থাকা নারী।

এই দুর্ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে থাকা দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারের ভেতরে তিন আরোহী ছিলেন; চালকের অবস্থা গুরুতর। উড়াল সেতুটির ওপরে গতিসীমা ৪০ কিলোমিটার থাকলেও গাড়িটির গতি ছিল ১০৪ কিলোমিটার।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *