বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্রিকেট ম্যাচে থাকবেন সৌরভ গাঙ্গুলী !!
কলকাতার ইডেন গার্ডেনসে গোলাপি বলের টেস্ট উদ্বোধন করতে যাওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আগামী বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ ক্রিকেট উৎসবে যোগ দিতে ঢাকায় আসার আগ্রহ প্রকাশ করলেন সৌরভ গাঙ্গুলী। কলকাতার ইডেন গার্ডেনসে শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গাঙ্গুলী।
এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআইয়ের প্রধানের দায়িত্ব নেওয়া সাবেক এই ওপেনার বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ম্যাচে ভালো করতে না পারার পেছনে গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামতে হওয়ার বিষয়টিকে মুখ্য হিসেবে দেখছেন।
তাছাড়া বাংলাদেশের ক্রিকেট নিয়ে বরাবরই দুর্বলতা আছে পশ্চিমবঙ্গের ছেলে সৌরভ গাঙ্গুলীর। বাংলাদেশের টেস্ট ক্রিকেট যাত্রার সঙ্গী ছিলেন তিনি। উদ্বোধনী ম্যাচে প্রতিপক্ষ ভারত দলের ছিলেন অধিনায়ক।
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপমহাদেশের প্রথম দিবা-রাত্রির টেস্ট ম্যাচের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন শেখ হাসিনাকে। আমন্ত্রণ জানিয়েছিলেন গাঙ্গুলীও। প্রধানমন্ত্রী আসায় তার প্রতি কৃতজ্ঞতা জানালেন পশ্চিমবঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনেরও সভাপতি গাঙ্গুলী।
এ ব্যাপারে সৌরভ গাঙ্গুলী বলেন, ‘অনেক, অনেক, অনেক ধন্যবাদ। এক কথায় তিনি এসেছেন। অনেক ধন্যবাদ। আমার সঙ্গে অনেক দিনই উনার সম্পর্ক বজায় ছিল। ২০০০ সালে যখন ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ হয়, তখন উনি প্রধানমন্ত্রী হন (আগে থেকেই ছিলেন), তখন থেকেই উনার সঙ্গে আমার সম্পর্ক।’
এ সময় তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে ঘিরে তোমাদের তো অনেক বড় উৎসব হচ্ছে। তোমরা দুটি ম্যাচও খেলবে, বিশ্ব একাদশের বিপক্ষে। আমি যাব, আমি যাব।’
এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী বছর মার্চে বিশ্ব একাদশের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচ আয়োজনের অনুমতি মিলেছে।