বাঁচা মরার ম্যাচে এক হাতেই খেলবেন মাশরাফি !!
চলতি বঙ্গবন্ধু বিপিএলের এলিমিনিটর ম্যাচে আজ ১৩ জানুয়ারি দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা প্লাটুন ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মিরপুরের শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর দেড়টায়।
খুলনার বিপক্ষে ম্যাচে ১৪টি সেলাই পরে মাশরাফির হাতে। তবে এই গুরুতর অবস্থায় মাশরাফি খেলবেন ‘ডু অর ডাই’ ম্যাচে।
আজ ঢাকা প্লাটুনের ম্যানেজার আহসান হাসান বলেন, ‘বাম হাতে সেলাই থাকলেও অন্য হাত দিয়েই এলিমিনেটরের গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলবেন মাশরাফি। সে তো খেলতে প্রস্তুত। সে চাচ্ছে ম্যাচটা খেলতে। মাশরাফি মনে করছে, খেলতে পারবে।’
তাহলে প্রশ্ন জাগতেই পারে এক হাতে বল করলেও কিভাবে ব্যাট করবেন? এমন প্রশ্নে তিনি (আহসান) আরও বলেন, ‘এক হাতেই করবেন ব্যাটিং ও বোলিং। এশিয়া কাপে তামিম যেভাবে করলো, সেভাবেই ব্যাটিং করবে।’