বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারালো ভারত !!
বাংলাদেশ এবং ভারতের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ। দ্বিবা-রাত্রির ঐতিহাসিক ইডেন টেস্টে বাংলাদেশ হেরেছে ইনিংস ও ৪৬ রানে।
এই ম্যাচে প্রথম ইনিংসে ভারতের বোলিং তোপে পরে মাত্র ১০৬ রানেই অল আউট হয়েছিল বাংলাদেশ।জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৪৭ রান করে ইনিংস ঘোষণা করে ভারত। সেঞ্চুরি করেন বিরাট কোহলি। হাফসেঞ্চুরি করেন পূজারা ও আজিঙ্কা রাহানে।
এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে গতকাল দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ সংগ্রহ করেছিল ৬ উইকেটে ১৫২ রান।অপরাজিত ছিলেন কেবল মুশফিকুর রহীম। সেই মুশফিকের সাথে আজ নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন এবাদত হোসেন।
দিনের শুরুতেই উমেশের শিকার হয়ে এবাদত মাঠ ছাড়লে উইকেট পতন শুরু হয় বাংলাদেশের। এরপর আল আমিনকে সঙ্গে নিয়ে কিছুটা দ্রুতই ব্যাট চালান মুশফিক। শেষ পর্যন্ত উমেশের বলেই ক্যাচ তুলে আউট হয় মুশফিক। ৭৪ রান করা মুশফিকের বিদায়ের সাথে সাথেই পরাজয়ের সময় গননা শুরু হয়। সেটাও নিশ্চিত করেন উমেশই। আল আমিনকে আউট করে খেলায় ইতি টানেন তিনি।
যদিও বাংলাদেশের উইকেট পতন হয়েছিল ৯টি। কিন্তু রিয়াদ ফের ব্যাটিং করতে না পারায় ম্যাচ সেখানেই শেষ হয়ে যায়।