বাংলাদেশকে নতুন যে প্রস্তাব দিলো পাকিস্তান !!
চলতি বছরের এপ্রিলে পাকিস্তান সফরে শেষবারের মতো যাবে বাংলাদেশ দল। জানুয়ারিতে তিনটি টি-টুয়েন্টি, চলমান রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের পর এপ্রিলে একটি ওয়ানডে ও দ্বিতীয় টেস্ট খেলবে পাকিস্তান ও বাংলাদেশ। এদিকে শেষ ম্যাচটি দিবা-রাত্রি টেস্ট করার প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
করাচিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচটি গোলাপি বলে আয়োজন করতে চায় পাকিস্তান। পিসিবি প্রধান নির্বাহী ওয়াসিম খান ফ্লাডলাইটের আলোতে টেস্ট আয়োজনের খবর জানান।এ ব্যাপারে ওয়াসিম বলেন, ‘পাকিস্তানে ক্রিকেট ফেরার সাথে এখন অনেক দেশই দিবা-রাত্রির টেস্টের দিকে ঝুঁকছে। আমরা আমাদের খেলোয়াড়দের যথাসম্ভব পর্যাপ্ত সুযোগ দিতে চাই এবং গোলাপি বলে টেস্ট ম্যাচও আয়োজন করতে চাই।’
এদিকে দিবা-রাত্রি টেস্ট পাকিস্তানের জন্য নতুন নয়। অস্ট্রেলিয়ার মাটিতে দু’বার খেলার পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে রাতের আলোতে টেস্ট ম্যাচ খেলেছে পাকিস্তান।