বাংলাদেশিদের উপর সিঙ্গাপুরে করোনার ভয়াল থাবা !!
সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ভয়াল থাবা বসিয়েছে প্রা’ণঘাতী করোনা। দেশটিতে মোট আ’ক্রান্তের ৪০ ভাগই বাংলাদেশি। গত ৭ দিনে দেশটিতে প্রায় ১৬০০ বাংলাদেশী করোনায় আ’ক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট বাংলাদেশী আ’ক্রান্তের সংখ্যা ২০৩০ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন বাংলাদেশি আ’ক্রান্ত হয়েছে ৩৭৫ জন। এছাড়া সিঙ্গাপুরে মোট গত ২৪ ঘণ্টায় আ’ক্রান্ত রোগী ৬২৩ জন।
দেশটিতে নিযুক্ত বাংলাদেশি হাই-কমিশনার জানিয়েছেন, সংখ্যা বেশি হলেও সংক্রমিত বাংলাদেশিদের অবস্থা গুরুতর নয়। প্রবাসী শ্রমিকদের বসবাসের এসব ভবন ডরমেটরি হিসেবে পরিচিত সিঙ্গাপুরে। ছোট দ্বীপদেশটিতে কর্মরত প্রবাসীদের বেশিরভাগেরই বাস এসব ভবনে। থাকেন ভাগ্য বদলের আশায় লক্ষাধিক বাংলাদেশি। হাই-কমিশনার আরও জানান, দুই হাজারের বেশি বাংলাদেশি আ’ক্রান্ত হলেও গুরুতর অবস্থায় নেই কেউ। শ্রমিকদের সাথে নিয়মিত যোগাযোগ আছে বলে দাবি বাংলাদেশি হাইকমিশনের।
ফেব্রুয়ারির মাঝামাঝি প্রথম করোনা শনাক্ত হয় সিঙ্গাপুরে। পাঁচ হাজারের বেশি আ’ক্রান্ত হলেও, এখন পর্যন্ত মৃ’ত্যু হয়েছে মাত্র ১১ জনের। এদিকে জানা যায়, সেখানকার, শ্রমিকদের আবাসস্থলগুলোকে বলা হচ্ছে সংক্রমণের মূলকেন্দ্র। গাদাগাদি করে না হলেও এক রুমে থাকেন বেশ কয়েকজন শ্রমিক। যে কারণে, একজনের কাছ থেকে অন্যজন আ’ক্রান্ত হচ্ছেন সহজেই। ভা’ইরাসের বিস্তার ঠেকাতে, ডরমেটরিগুলো লকডাউন করেছে সিঙ্গাপুর সরকার।
সর্বশেষ তথ্য মতে, সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আ’ক্রান্তের সংখ্যা ৫৯৯২ জন। শুক্রবার (১৭ এপ্রিল) ২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফেরায় মোট সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৭০৮ জন। এছাড়া দেশটিতে করোনাক্রান্ত হয়ে মোট মৃ’ত্যুবরণ করেছেন ১১ জন। সর্বশেষ তথ্যানুসারে, শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১ টা ১৫ মিনিট পর্যন্ত বিশ্বে করোনাক্রান্তের সংখ্যা ২২ লাখ ৫০ হাজার ৬৯০ জন। মারা গেছে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ জন। অবস্থা আশঙ্কাজনক ৫৭ হাজার ৯৬৩ জনের। আর সুস্থ হয়েছেন ৫ লাখ ৭২ হাজার ১০৩ জন।