বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিলো মালয়েশিয়া সরকার!
প্রায় দুই বছর বন্ধ থাকার পর মালয়েশিয়া আবারও বাংলাদেশের জন্য শ্রমবাজারের দরজা খুলে দিচ্ছে। চলতি মাস থেকে দেশটি বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু করবে। মালয়েশিয়ার উদ্যান ও শিল্প মন্ত্রী জুরাইদাহ কামারুদ্দিন রোববার (৩ অক্টোবর) মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামাকে দেওয়া এক বিবৃতিতে এ মন্তব্য করেন।
তিনি বলেন, “আমরা এই মাসের মাঝামাঝি বাংলাদেশ এবং ইন্দোনেশিয়া থেকে ৩২,০০০ শ্রমিক আনার প্রক্রিয়া শুরু করব।” যারা দুই ডোজ ভ্যাকসিন পেয়েছেন তাদের মালয়েশিয়ায় প্লান্টেশন সেক্টরে নিযুক্ত করা হবে।
জুরাইদাহ আরও বলেন, নিয়োগকারীরা জটিলতা এড়াতে খরচ বহন করতে সম্মত হয়েছেন।
তিনি আরও বলেন, কোটাবারুতে উদ্ভিদ, শিল্প ও পণ্য মন্ত্রণালয় (কেপিপিকে) ৩২,০০০ বিদেশী কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে। আমাদের কর্মীরা এসব কাজ করতে আগ্রহী নয়। তারা আরও ভালো চাকরি খুঁজছে। তাই এই খাতে শ্রমিক সংকট দেখা দিয়েছে। এতে উৎপাদন ব্যাহত হচ্ছে।
মালয়েশিয়া থেকে নিয়োগের ঘোষনা সত্ত্বেও বাংলাদেশ এখনো এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।