বাংলাদেশের জলসীমায় মাছ ধরার সময় ১৪ ভারতীয় জেলে আটক !!
বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে মাছ ধরার সময় একটি ট্রলারসহ ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোররাতে বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক জেলেদের কাছ থেকে এফবি মা আম্বিয়া-০২ নামে একটি ট্রলার এবং ট্রলারে থাকা এক হাজার ২২০ কেজি বিভিন্ন প্রজাতির মাছসহ জাল ও দড়ি জব্দ করা হয়। আটক জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লে. আব্দুল্লাহ আল মাহমুদ জানান, এফবি মা আম্বিয়া-০২ নামে একটি মাছ ধরার ট্রলার নিয়ে ভারতীয় জেলেরা বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। মাছ ধরার সময় কোস্টগার্ডের সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের মোংলা থানায় হস্তান্তর করা হয়।
মোংলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী জানান, আটক জেলেদের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।