বাংলাদেশ তো আমাদের অনেক ভালোবাসেঃ শোয়েব আখতার !!
২০২০ সালের শেষের দিকে পাকিস্তানের সাথে টেস্ট খেলতে পারে বাংলাদেশ। তবে শর্ত হচ্ছে নিরপেক্ষ ভেন্যু। তবে পাকিস্তান সফরে বাংলাদেশের অনুষ্ঠিতব্য টেস্ট সিরিজটি স্থগিত হওয়ার সম্ভাবনাই বেশি।
এই বিষয়ে সাবেক তারকা পেসার শোয়েব আখতার বলেছেন, ‘বাংলাদেশ মনে আছে, আমরা তোমাদের কীভাবে সাহায্য করেছিলাম? আমরা বাংলাদেশকে নিজেদের হাতে টেস্ট ক্রিকেটে এনেছি, খেলিয়েছি, এত দূর আসতে সাহায্য করেছি। বাংলাদেশ তো আমাদের অনেক ভালোবাসে। আপনারা আসুন, টেস্ট খেলুন।
এদিকে, পাকিস্তানের কিংবদন্তী রশিদ লতিফ বলেছেন, ‘পাকিস্তানের তাড়াহুড়া করা উচিত নয়। তাদের উচিত বাংলাদেশকে সময় দেওয়া। প্রত্যেক বোর্ডেরই নির্দিষ্ট কিছু কৌশল থাকে। বাংলাদেশ আসুক, টি-টুয়েন্টি খেলুক। এরপর বিসিবিকে সময় দেওয়া হোক সিদ্ধান্ত নেওয়ার যে কখন তারা খেলতে চায় (টেস্ট)।