বাংলাদেশ থেকে সিঙ্গাপুর ১০ হাজার শ্রমিক নেবে !!
বাংলাদেশ থেকে সিঙ্গাপুর ১০ হাজার শ্রমিক নেবে। এছাড়া রোমানিয়া দুই হাজার শ্রমিক নিতে পারে। সোমবার (২২ ফেব্রুয়ারি) নিজ দফতরে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
মন্ত্রী বলেন, ‘আজকে একটি সুখবর পেলাম। কোভিড পরিস্থিতির মধ্যে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিরা ফেরত এসেছে, কিন্তু এরমধ্যে সিঙ্গাপুর আমাদের জানিয়েছে, তারা এখান থেকে ১০ হাজার শ্রমিক নেবে।’ কোন কোন খাতে লোক নেবে জানতে চাইলে তিনি বলেন, ‘বিভিন্ন খাতে তারা লোক নেবে।’
আব্দুল মোমেন বলেন, ‘রোমানিয়ায় আমরা নতুন মিশন খুলেছি এবং সেখান থেকে আমাদের জানিয়েছে, তাদের হালাল খাবার ফ্যাক্টরিতে কিছু লোক নিয়োগ দিতে চায় ওই দেশ। সেখানে হয়তো দুই হাজার বাংলাদেশির কর্মসংস্থান হতে পারে।