বাংলাদেশ দলের ভবিষ্যৎ নিয়ে যা বললেন মাশরাফি !!
বাংলাদেশ ক্রিকেট দলকে আজকের এই উচ্চ পর্যায়ে আনতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তার মধ্যে মাশরাফি অন্যতম। দলের বিপর্যয়ে বহুবার জ্বলে উঠেছেন এই তারকা ক্রিকেটার। জিতিয়েছেন অনেক ম্যাচ।
জয় দিয়ে শেষ করেছেন অধিনায়কত্ব, গড়েছেন বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে ৫০ ওয়ানডে জয়ের রেকর্ড। তার গড়ে দেওয়া ভীতকে কোথায় দেখতে চান এমন প্রশ্ন সংবাদ সম্মেলনে অবধারিতই ছিল। মাশরাফি বলছেন জবাব দেওয়া কঠিন, তবে বিশ্বাস করেন বাংলাদেশ খেলবে আগামী বিশ্বকাপের সেমিফাইনাল।
ক্যাপ্টেন মাশরাফি বলেন, ‘এটা তো বলা আসলে কঠিন। তবে আমার বিশ্বাস পরের বিশ্বকাপে বাংলাদেশ অনেক ভালো করবে। এখন থেকেই মন বলছে। আমরা সেমিফাইনাল খেলবো এটা আমি শেষ সংবাদ সম্মেলনে বলেছিলাম। বিশ্বকাপের শেষ সংবাদ সম্মেলনে পাকিস্তানের সঙ্গে খেলার পর। সামনের বিশ্বকাপে বাংলাদেশ যার অধীনেই খেলুক, বিসিবি যার ওপরেই আস্থা রাখুক। এখন যারা তরুণ ওদের সবাই পিক টাইম থাকবে সে সময়। কোনো কারণ নেই, যেহেতু উপমহাদেশে খেলা। না খেলার কোনো কারণ দেখছি না আমি।’