বাংলাদেশ দলের ২০২০ সালের সকল সিরিজের সময়সূচি দেখে নিন !!
ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই চলতি বছর শেষ করেছে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারের পর টেস্ট সিরিজের দুইটিতেই ইনিংস ব্যবধানে হেরেছে টাইগাররা।
আগামী বছর পাকিস্তান সফর নিয়ে টাইগারদের ২০২০ সাল শুরু হবে। আগামী বছরের জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল।
একনজরে বাংলাদেশ দলের ২০২০ সালের সকল সিরিজের সময়সূচি দেখে নিন-
জানুয়ারিঃ বাংলাদেশের পাকিস্তান সফর (২টি টেস্ট, ৩ টি-টোয়েন্টি),মার্চঃ জিম্বাবুয়ের বাংলাদেশ সফর (একটি টেস্ট, ৫ টি টোয়েন্টি),মেঃ বাংলাদেশের আয়ারল্যান্ড সফর (একটি টেস্ট, ৩টি ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি),জুনঃ অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর (২টি টেস্ট)
অগাস্টঃ বাংলাদেশের শ্রীলঙ্কা সফর (৩টি টেস্ট),সেপ্টেম্বরঃ নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর (২টি টেস্ট),সেপ্টেম্বর-অক্টোবরঃ এশিয়া কাপ,অক্টোবরঃ অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর (৩ টি-টোয়েন্টি),ডিসেম্বরঃ শ্রীলঙ্কার বাংলাদেশ সফর (৩টি ওয়ানডে)