বাংলাদেশ-পাকিস্তান সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ !!
অবশেষে পাকিস্তানের মাটিতে পূর্নাঙ্গ সিরিজ খেলতে রাজি হয়েছে বাংলাদেশ। দুবাইয়ে বিসিবি ও পিসিবির আলোচনার মাধ্যমে সমঝোতায় চূড়ান্ত হয়েছে সিরিজের সূচি। যেখানে সফরে ২ টেস্ট, ১ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল।
এই সফরটি তিন ভাগে করবে বাংলাদেশ৷ প্রথমে ২৪-২৭ জানুয়ারির মধ্যে খেলবে তিনটি টি-টুয়েন্টি৷ প্রথম টি-টোয়েন্টিতে ২৪ জানুয়ারি মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। এর পরেরদিন ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। আর শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৭ জানুয়ারি। সবগুলো ম্যাচই হবে লাহোরে।
এরপর দেশে ফিরে কিছুদিন পর আবার পাকিস্তানে যেয়ে ৭-১১ ফেব্রুয়ারিতে রাওয়ালপিন্ডিতে খেলবে প্রথম টেস্ট। তারপর অনুষ্ঠিত হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।এদিকে পিএসএলের পর সিরিজের বাকি অংশের জন্য এপ্রিলে তৃতীয়বারের মত পাকিস্তান যাবে বাংলাদেশ। আগামী ৩ এপ্রিল খেলবে সিরিজের একমাত্র ওয়ানডে ও ৫-৯ এপ্রিল খেলবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।