বাংলাদেশ-ভারতের পরে গোলাপি বলে মাঠে নামছে যে দুই দল !!
অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজের ১ম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে এক ইনিংস এবং ৫ রানের জয় পায় অস্ট্রেলিয়া। তবে এবার ২য় ম্যাচ যে হতে যাচ্ছে গোলাপি বলেই।
আর এই দিবা-রাত্রির টেস্ট ম্যাচটিকে ভিন্ন চোখেই দেখছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক পেইন। তাঁর মতে পিচ এবং আউট ফিল্ডে ঘাস থাকায় দ্বিতীয় ম্যাচটি পুরোপুরি ভিন্ন হবে বলে ধারণা তাঁর। ম্যাচটি দিবা-রাত্রির হওয়ায় তাঁর দল ভিন্ন কৌশল অবলম্বন করবে বলেও জানিয়েছেন তিনি।
পেইন বলেছেন, ‘অবশ্যই দিবা-রাত্রির এ ম্যাচে কৌশল কিছুটা ভিন্ন হবে। আমরা অপেক্ষা করব উইকেট দেখব এখানে বল কেমন আচরণ করে। সব কিছু বিবেচনা করেই আমরা পুরো ম্যাচের কৌশল ঠিক করব। সকলেই এ ম্যাচটির অপেক্ষায় আছে। তবে আমরা জানি এটা সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটি ম্যাচ।’