বাঙালী মেয়েকে বিয়ে করলেন এই মার্কিন তরুণী !!
বাঙালী মেয়েকে বিয়ে করলেন মার্কিন এক তরুণী। বাঙালি বংশোদ্ভূত ইয়াশরিকা জাহরা হক বিয়ে করেছেন মার্কিন যুবতী এলিকা রুথ কুকলিকে (৩১)। তাদের এই বিয়ে আমেরিকায় হলেও বিয়ের সমস্ত আয়োজনেই ছিলো বাঙালিয়ানার ছোঁয়া। গত বছরের ২০১৯ এর ৬ জুন তারা বিবাহবন্ধনে আবন্ধ হোন।
এর আগে ২০১৫ সালে একটি এলজিবিটি মার্চে তাদের প্রথমবারের মত দেখা হয়। এরপর থেকেই তাদের মন দেয়া নেওয়া। এর পরেই তারা ২০১৯ সালে বিয়ের সিধান্ত নেন।