বাবার কবরের পাশে চিরঘুমে সৌদিতে দুর্ঘটনায় নিহত কাউসার !!
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার একমাস পর কাউসার মিয়ার (২৫) মৃতদেহ দাফন করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টায় মনোহরদী উপজেলার উত্তর কাচিকাটা গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। কাউসার উত্তর কাচিকাটা গ্রামের মৃত কাজল মিয়ার একমাত্র ছেলে। নিহতের লাশ মনোহরদীর নিজ বাড়িতে আসলে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এ সময় আত্মীয়-স্বজনরা আর্তচিৎকার এবং শোকে মুহ্যমান হয়ে পড়েন।
নিহতের স্বজনরা জানায়, ২০১৮ সালে কাউসার সৌদি আরবে যান। সেখানের ইয়ামামা কম্পানিতে পরিছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন। গত ২৯ জানুয়ারি দুপুরে কাজে যোগ দিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। প্রায় ১৫ বছর আগে তার বাবা কাজল মিয়া সৌদি আরবে একই কায়দায় নিহত হয়েছিলেন। কাউসারের মা রাবেয়া বেগম মাত্র ছয়মাস বয়সে তাকে রেখে প্রেমিকের হাত ধরে পালিয়ে যান। পরে তিনি তাঁর দাদির লালন-পালনে বড় হয়েছেন। সাত বছরে রেখে তার বাবাও চলে গেলেন না ফেরার দেশে।
স্থানীয় সমাজ সেবক অ্যাডভোকেট কাজী শরিফুল ইসলাম শাকিল বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার একমাস দুদিন পর কাউসারের মৃতদেহ সৌদি আরব থেকে সোমবার রাতে উত্তর কাচিকাটা গ্রামে এসে পৌঁছায়। মঙ্গলবার সকাল ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার বাবার কবরের পাশে লাশ দাফন করা হয়েছে।