বাবার মৃত্যুর সংবাদ শুনে মারা গেল মেয়ে!
নীলফামারীর ডোমার উপজেলায় তার মোবাইলে বাবার মৃত্যুর খবর শুনে কন্যা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
শনিবার (৯ অক্টোবর) সকালে উপজেলার হরিণচড়া ইউনিয়নের জোড়পাখুরি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মজিবুল হক (৭৫) ও তার মেয়ে রাবিয়া খাতুন (৪০) উপজেলার হরিণচারা ইউনিয়নের জোড়পাখুরি গ্রামের। রাবেয়া নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের আজগর আলীর স্ত্রী।
নিহতের ছেলে হারুন-উর-রশিদ জানান, মজিবুল হক দীর্ঘদিন ধরে জেরিয়াট্রিক রোগে ভুগছিলেন। শনিবার (৯ অক্টোবর) ভোরে তিনি মারা যান। সে তার বড় বোন রাবেয়াকে তার মোবাইল ফোনে খবরটি জানায়। এই খবর শোনার কিছুক্ষণ পরেই তার বুকে ব্যথা শুরু হয়। পরিবারের সদস্যরা জানার আগেই তিনি মারা যান।
তিনি আরও বলেন, “আমরা দুটি পরিবারের কথা বলছি যে দুটি লাশ একসাথে দাফন করার সিদ্ধান্ত নেয়নি।” তার মতে, লাশটি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।