বাসের ভিতর পাওয়া স্বর্ণালঙ্কার ফেরত দিল পুলিশ!
রবিবার মাগুরা-যশোর মহাসড়কের আড়পাড়া এলাকায় বাস দুর্ঘটনায় চার যাত্রী নিহত হয়েছেন।
সেই সময় দুর্ঘটনার শিকার বাসটিকে মাগুরা রামনগর হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করে থানায় রাখে। এ সময় এএসআই মো। শাহজালাল বাসে যাত্রীদের একটি স্বর্ণ ভরা বাক্স দেখে তার হেফাজতে রাখেন।
জানা গেছে, বাক্সটিতে একটি সোনার নেকলেস, ৪ টি রুলি, ১ টি কোরাস সিট এবং কানের দুল ছিল। পরে তিনি আসল মালিক হিসেবে মো সাজ্জাদ মোল্লা নামে একজনের হাতে মালপত্র তুলে দেন। সাজ্জাদ মোল্লা মাগুরা সদরের রাঘবদাইর গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। সে তার হারানো জিনিসপত্র পেয়ে খুব খুশি হয়েছিল। সাজ্জাদ এবং অন্যান্য পুলিশ কর্মকর্তারাও এএসআই শাহজালালকে ধন্যবাদ জানান।
এ ব্যাপারে রামনগর হাইওয়ে পুলিশের এএসআই শাহজালাল জানান, হারানো সোনার বাক্সটি প্রকৃত মালিককে ফেরত দিতে পেরে তিনি খুশি। এদিকে এএসআই শাহজালালের সততায় সবাই মুগ্ধ হয়েছে।