আল আকসা মসজিদের প্রধান প্রহরীর বাড়ি গু’ড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী !!
মুসলমানদের অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদের প্রধান প্রহরী ফাদি আলিয়ানের বাড়ি গু’ড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। গত সোমবার জেরুজালেমে অবস্থিত আলিয়ানের বাড়িটি ভে’ঙ্গে দেওয়া হয়।
আলিয়ানের পরিবার জানায়, ফেব্রুয়ারির শেষে আলিয়ানের বাড়ি ভে’ঙ্গে দেওয়া হতে পারে বলে জানিয়েছিল ইসরায়েলি সেনারা। এ নিয়ে আইনি ল’ড়া’ইয়েও নেমেছিল আলিয়ানের পরিবার। তবে এতে হে’রে যায় তারা।
জানা গেছে, দশ বছর আগে বাড়িটি নির্মান করেছিলেন আলিয়ান। দুই তলা ভবনটিতে চারটি আপার্টমেন্ট ছিল। যেখানে ১৭ জন মানুষ বাস করতেন। আর এদের মধ্যে বেশিরভাগই ছিল নারী এবং শিশু।