বঙ্গোপসাগরে মিলল ৩৫ কেজির কালো পোয়া, বিক্রি হলো যত টাকায় !!
কক্সবাজারের দ্বীপাঞ্চল কুতুবদিয়ায় ফিশিং বোটের বিহিন্দি জালে ধরা পড়েছে ৩৫ কেজির একটি কালো প্রজাতির পোয়া মাছ। বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে কৈয়ারবিল সমিতি রোডের পশ্চিম পাশের সাগরে জনৈক সেলিম কোম্পানীর জালে এটি ধরা পড়ে। এমনিতেই কালো জাতের পোয়া মাছ মূল্যবান হিসেবে বিবেচিত দ্বীপাঞ্চলে।
পরে তারা বিশাল ও দামী পোয়া মাছটি নিলামে তোলে স্থানীয় ঘাটে।স্থানীয় ব্যবসায়ী মো: ইছহাক উদ্দিন বলেন, পোয়া মাছটি বৃহস্পতিবার সকালে নিলামে তোলা হয়। আড়াই লক্ষ টাকা দাম হাঁকা হলেও ৩৫ কেজি ওজনের পোয়া মাছটি স্থানীয় ব্যবসায়ি মো: রফিকুল ইসলাম ২ লক্ষ টাকায় কিনে নেন।
এটি আরেক দফা বিক্রি হবে বলেও জানান তিনি।তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত চট্টগ্রামে আরও বেশি দামে বিক্রির জন্য নেয়া হয়েছে বলে জানা গেছে।