বিদেশগামী যাত্রীদের জন্য দারুন সুখবর
দেশে বিদেশগামী যাত্রীদের করোনা টেস্টের পিসি আর পদ্ধতি নিয়ে যে ভোগান্তি ছিলো তা আর থাকছে না। প্রবাসীদের সুবিধার কথা চিন্তা করে দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে পিসিআর টেস্টের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।
আজ সোমবার (৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে পিসি আর পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘সিভিল অ্যাভিয়েশন বিমানবন্দরে পিসি’আর টেস্টে’র ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে। বিমানবন্দরে স্থাপিত ল্যাবগুলো বিভিন্ন দেশের চাহিদা অনুযায়ী দুই থেকে চার ঘণ্টার মধ্যে রিপোর্ট দেবে।’
প্রসঙ্গত, বিদেশগামী যাত্রীদের জন্য ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দরে ক’রোনা ভা’ইরা’সের সংক্র’মণ শনাক্তে’র পরীক্ষার ব্যবস্থা করার দাবি জানিয়েছিলেন সরকারদলীয় সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ। প্রবাসীরা’ও সংক্রমণ শনাক্তের জন্য বিমানবন্দরে কো’ভিড পরীক্ষা করার দাবি করেছিলেন।