বিনা খরচে বাংলাদেশের কর্মী নেবে কাতার !!
বর্তমানে বাংলাদেশ থেকে সরকারিভাবে কাতার যেতে সর্বোচ্চ ১ লাখ ৭৮০ টাকা খরচ হলেও সব খরচ দিয়ে বাংলাদেশ থেকে কর্মী নেবে কাতার।সামনের দিনগুলোতে বিনা খরচে কাতারের নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো কর্মী নিতে আগ্রহী বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা।
তিনি জানান, বাংলাদেশ থেকে কৃষি, হসপিটালিটি, সিকিউরিটি সার্ভিসে নিরাপত্তা কর্মী ও চালক নিতে চায় কাতার। তারা বিএমইটির ডাটাবেইজ থেকে সিলেকটিভ ও প্রশিক্ষিত কর্মী নিতে চায়।
এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, মালয়েশিয়া সরকার কর্মী নেয়ার ক্ষেত্রে প্রেরিত কর্মীদের ক্লিয়ারেন্স চায়। পুলিশ ক্লিয়ারেন্সের পাশাপাশি নিশ্চিত হতে চায়, যারা যাবে তারা ভালো।
চলতি মাসের ২৪ তারিখ মালয়েশিয়ার প্রতিনিধি দল আসবে এবং তাদের এ বিষয়ে আশ্বস্ত করা হবে বলেও জানান মন্ত্রী।অন্যদিকে সেলিম রেজা জানান, সরকারিভাবে মালয়েশিয়া যেতে এ পর্যন্ত অনলাইনে ২১ হাজার জন নিবন্ধন করেছেন।সব কর্মী ডাটাবেইজ থেকে পাঠানো হবে।মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ব্যাংকিং চ্যানেলে অর্থ লেনদেন হবে, কোনো এজেন্সি সরাসরি টাকা নিতে পারবে না বলেও জানান তিনি।