বিপিএলে দল না পেয়ে এবার যা বললেন আশরাফুল !!
এবারের বিপিএল আয়োজন করা হচ্ছে বিসিবি থেকেই। অথচ এই বিপিএলে কোন দলেই পেলেন না আশরাফুল। হলেন দারুণ অবহেলিত। তবে এই ব্যাপারটিকে মোটেও অবহেলিতভাবে দেখছেন না আশরাফুল।
তার মতে এইসব কিছু ফ্রেঞ্চাইজিদের ইচ্ছে। এই ব্যাপারে তিনি বলেন ,’ আসলে বিপিএলে দল পাওয়া না পাওয়াটা ভাগ্যের ব্যাপার। এখানে আমি কারোর দোষ দেখছি না। আর আমি এটাও মনে করছি যে এখানও আমার সুযোগ শেষ হয়ে যায়নি। যদি ভালো কোন সুযোগ পাই, অবশ্যই ভেবে দেখবো।’
উল্লেখ্য যে এবারের বিপিএলে আশরাফুলকে কোন দলেই কিনে নেয়নি।