বিপিএলে নিজেদের লক্ষ্য জানালেন মাশরাফি !!
বুধবার(১১ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসর। ১২ ডিসেম্বর দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ঢাকা প্লাটুন ও রাজশাহী রয়্যালস।
নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী রয়্যালসের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে ঢাকা প্লাটুন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ঢাকা প্লাটুন প্রত্যাশাই করে যে সেমিফাইনাল খেলবে। এ রকম দলে চাপ থাকবে, এবং এখানে ব্যাটিং করা আমি মনে করি তরুণদের জন্য বড় সুযোগ।
এ সময় তামিম প্রসঙ্গে তিনি বলেন,‘আমার মনে হয় না তামিমকে নিয়ে বেশি চিন্তা করার আছে। সে সময় মত ঠিকই নিজেকে প্রমান করবে’।
প্রসঙ্গত, ১১ ডিসেম্বর থেকে ২০২০ সালের ১১ জানুয়ারি পর্যন্ত বিপিএলের লিগ পর্বের ৪২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভেন্যু তালিকায় থাকছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট।