বিপিএল উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তসলিমা !!
আগামী ১১ ডিসেম্বর বুধবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট থান্ডার্সের মধ্যেকার ম্যাচ দিয়ে সূচনা হবে বঙ্গবন্ধু বিপিএল-এর। তার আগে গতকাল রবিবার সন্ধ্যায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়াও বাংলাদেশের শিল্পীদের মধ্যে মমতাজসহ বেশ কয়েকজন তারকা ছিলেন এই অনুষ্ঠানে।
সেই অনুষ্ঠানে ছবি পোস্ট করে ফের বিস্ফোরক মন্তব্য করেছেন তসলিমা নাসরিন। ছবিতে দেখা যাচ্ছে, উদ্বোধনী অনুষ্ঠানে নাচছেন সালমান-ক্যাটরিনা।
তসলিমা নাসরিন লেখেছেন, ‘রক্ষণশীল বাংলাদেশে দর্শকদের সামনে নাচছেন সালমান, ক্যাটরিনা আর কয়েকজন অর্ধনগ্ন নারী। হিজাব-বোরকাপন্থী, দাড়িওয়ালা মোল্লারা সেই দৃশ্যে ভীষণ খুশি।’এদিকে তার দাবি, ‘যদি অন্য কোনো দেশের হয় তাহলে যে কোনো ইসলাম-বিরোধী জিনিসই তাদের পছন্দ।’