বিপিএল মাতাতে আসছেন আরেক পাকিস্তানি তারকা !!
আগামী ১১ তারিখ থেকে শুরু হবে বিপিএলের এবারের আসর। আসরে বেশ কয়েকজন পাকিস্তানি তারকা ক্রিকেটার মাঠ মাতাবেন। আর সেই তালিকায় যুক্ত হলেন আরেক পাকিস্তানের তারকা অলরাউন্ডার।
জানা যায়, সাদাব খানের সাথে চুক্তি করেছে ঢাকা প্লাটুন। ড্রাফট থেকেই বেশ শক্তিশালী দল গঠন করেছিল ঢাকা। ড্রাফট থেকে পাক অলরাউন্ডার আফ্রিদিকে দলে নিয়েছিল তারা। এবার সেখানে যুক্ত হল আরেক পাকিস্তানি।
প্রসঙ্গত, সাদাব খান লেগস্পিনার। ব্যাটিংয়ের সঙ্গে তার লেগব্রেকও বেশ কার্যকর। আফ্রিদি ও সাদাব খান ছাড়া আরও দুজন পাকিস্তানি আছে ঢাকাতে। এরা হল আসিফ আলী ও ওহাব রিয়াজ।