বিপিএল মাতাতে আসছেন সালমান-ক্যাটরিনা !!
আগামী ৮ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে পর্দা উঠবে বঙ্গবন্ধুর বিপিএলের। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন উপমহাদেশের জনপ্রিয় জুটি সালমান-ক্যাটরিনা। যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
জানা যায়, বিপিএলের সপ্তম আসরে দেশীয় শিল্পীদের মধ্যে থাকবেন মমতাজ ও জেমস। এছাড়া ভারতের অন্যতম জনপ্রিয় সংগীত তারকা অরিজিৎ সিং গান গাইবেন।
প্রসঙ্গত, আগামী ১১ ডিসেম্বর থেকে ২০২০ সালের ১১ জানুয়ারি পর্যন্ত বিপিএলের লিগ পর্বের ৪২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভেন্যু তালিকায় থাকছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট।