বিপুল জনতা নিয়ে এবার রাজপথে নামলেন মমতা !!
ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং নাগরিকপঞ্জি (এনআরসি) প্রত্যাহারের দাবিতে যখন উত্তাল সমগ্র ভারত তখনি তাদের সাথে একাত্বতা প্রকাশ করে আন্দোলনের ডাক দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভারতীয় পত্রিকা আনন্দবাজার থেকে জানা যায়, গতকাল সোমবার কলকাতায় সিএএ এবং এনআরসিবিরোধী বিশাল মিছিলের নেতৃত্ব দেন মমতা । যতক্ষণ না এগুলো বাতিল হচ্ছে, ততক্ষণ রাস্তায় আন্দোলন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দেন মমতা।
এদিন দুপুরে রেড রোডে বিআর অম্বেডকরের মূর্তি থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত বিশাল মিছিল করেন মমতা।তার পরে সেখানে বিশাল এক জনসভায় তিনি কেন্দ্রীয় সরকারকে হুশিয়ারি দিয়ে বলেন, ‘কী করবে, আমার সরকার ফেলে দেবে? আমাকেও ফেলে দাও।
এসময় মোদিকে উদ্দেশ্য করে মমতা বলেন, ‘দিল্লি আগে সামলান, পরে দেখেন বাংলা। বাংলা আমরা সামলে নেব’ ।