বিসিবির নতুন যে সিদ্ধান্তে খুশি মাশরাফি !!
বাংলাদেশ দলের ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে টেস্ট ফরম্যাটকে বেশি প্রাধান্য দিয়েছে বিসিবি। বিসিবির এমন সিদ্ধান্ত পছন্দ হয়েছে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা টেস্ট ক্রিকেটকে বেশি প্রাধান্য দেয় তাদের বেতন বেশি করা উচিত। তাহলে আমাদের টেস্ট ক্রিকেটের চিত্রটি পরিবর্তন হতে পারে এবং আমি মনে করি এক্ষেত্রে বিসিবি অনেক সুন্দর একটি সিদ্ধান্ত নিয়েছে, কারণ অনেকেই এখন টেস্ট খেলতে চায় না।’
তিনি আরো বলেন, ‘এখন বেতনের মধ্যে থাকলে সেই স্পিরিটটা আসবে যে আমি যদি টেস্ট খেলি তাহলে বোর্ড থেকে আরো বেতন পাব। আমি মনে করি এই সিদ্ধান্তটি বোর্ডের অনেক ভালো যে এভাবে ভাগাভাগি হচ্ছে, স্প্লিট করা হচ্ছে। যারা তিন ফরম্যাটের জন্য অ্যাভেইলেবেল থাকবে তাদের জন্য অবশ্যই যারা এক ফরম্যাট বা দুই ফরম্যাট খেলে তাদের বেতন বেশি হওয়া উচিত।’
উল্লেখ্য, নতুন এই প্রস্তাবে টি-টোয়েন্টিতে ২ লক্ষ টাকা, ওয়ানডেতে ৩ লক্ষ টাকা এবং টেস্টে ৬ লক্ষ টাকা ম্যাচ ফি পাবে ক্রিকেটাররা।