বিয়ের জন্য শীতকাল আমার খুব পছন্দ: সৃজিত !!
বাংলাদেশের ছোটপর্দার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে আগামী ২২ ফেব্রুয়ারিতে ওপার বাংলার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে করতে চলেছেন এমনি গুঞ্জন উঠেছে।
নিজের বিয়ের খবর অবশ্য মেনে নিয়েছেন চলচ্চিত্র পরিচালক। কিন্তু, বিয়ের তারিখ নিয়ে অবশ্য রহস্য জিইয়ে রাখলেন সৃজিত। বিয়ের দিন ক্ষণ নিয়ে তাঁর উত্তর, ‘এখনই বিয়ের দিন সুনিশ্চিত করতে পারছি না। তবে শীতকালেই বিয়ে করার ইচ্ছা।’
পরিচালকের কথায়, ‘ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময়টাই বিয়ের জন্য আমার পছন্দ। কারণ এ সময় ছবির কাজ কম থাকে।’ তা হলে, সত্যিই কি তাঁর বিয়ে ২২ ফেব্রুয়ারি?
উত্তরে সৃজিত বলছেন, ‘প্রপার ভেনু না পেলে বিয়ের দিন পিছিয়েও যেতে পারে। তা হলে বিয়ে করার পরবর্তী সুযোগ হবে জুন মাসে। কারণ, ছবির কাজে ব্যস্ত আছি।’