বিয়ের লোভ দেখিয়ে মাদরাসা ছাত্রীকে একাধিকবার ধর্ষণ!
কুড়িগ্রামের ফুলবাড়িতে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্তের বিরুদ্ধে ভুক্তভোগী পুলিশে অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী (দালালিতারি) গ্রামে।
অভিযোগ অনুযায়ী, ওই ছাত্রের একই ইউনিয়নের দক্ষিণ সোনাইকাজি গ্রামের খোশবর আলীর ছেলে ফরহাদ মিয়া চান্দের (২০) সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের সময় ফরহাদ মিয়া বিয়ের প্রলোভনে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করে।
এ সময় দুজনের মধ্যে তর্ক হয় এবং আশপাশের লোকজন এগিয়ে আসে। লোকজন ফরহাদকে ছাত্রের বাড়িতে আটকে রাখে। ফরহাদের গ্রেফতারের খবরে তার পরিবারের সদস্যরা এসে তাকে হুমকি -ধমকি দেয় এবং জোর করে ছিনিয়ে নেয়। গত রবিবার ওই ছাত্রী ফুলবাড়ী থানায় অভিযোগ দায়ের করেন।
ছাত্রীর মা বলেন, আমি ফরহাদের সুষ্ঠু বিচার চাই।