বিয়ে করতে গিয়ে ৩ মাসের জেল হলো বরের !!
ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের শিবরামপুর হাসান্দি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে।
সোমবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) শাহ মো. সজীবের অধীনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা প্রশিক্ষক রাজিবুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোট পরিচালনা করে এ বাল্যবিয়ে বন্ধ করা হয়।
এ সময় কনে ও বর আমির হামজাকে (২০) আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে বরকে ৩ মাসের কারাদণ্ড ও মেয়ের নানা আতিয়ার রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করে মেয়েকে ছেড়ে দেয়া হয়।ম্যাজিস্ট্রেট বলেন, বাল্যবিবাহ একটি শাস্তিযোগ্য অপরাধ। বাল্যবিয়ের বিরুদ্ধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।