‘বিয়ে হতে না হতেই সুখবর পেল নুসরাত জাহান’ !!
সময়ের সাথে পাল্লা দিয়ে যে কয়জন অভিনেত্রী টলিউডে নিজেদের যায়গা পাকাপোক্ত করে নিয়েছেন তার মধ্যে নুসরাত জাহান অন্যতম। বিভিন্ন কারনে বরাবরই তিনি আলোচনার শীর্ষে থাকেন। ফের খবরের শিরোনাম হয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
এদানিং রাজনীতি নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন নুসরাত। সেজন্য রুপালি পর্দায় খুব একটা দেখা মিলছে না তাঁর। তবে ‘অসুর’ সিনেমা দিয়ে পশ্চিমবঙ্গের সুপারস্টার জিতের বিপরীতে ফিরেছেন নুসরাত।
বিয়ের অল্প দিন পরেই সুখবর পেল এই নায়িকা। ২৮তম কালাকার অ্যাওয়ার্ড জিতেছেন তিনি। এই অ্যাওয়ার্ড নিতে অনুষ্ঠানে লাল রঙের গাউন পরে হাজির হয়ে সবাইকে চমকে দেন এই জনপ্রিয় নায়িকা।
প্রসঙ্গত, বর্তমানে নুসরাত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসর বসিরহাট লোকসভা কেন্দ্রের বসিরহাট থেকে জয়ী একজন সংসদ সদস্য। তাঁর প্রথম অভিনীত চলচ্চিত্র রাজ চক্রবর্তীর পরিচালনায় শত্রু। এরপর বেশ কয়েকটি ব্যবসাসফল ছবিতে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন হালের এই জনপ্রিয় নায়িকা।