বেরিয়ে এলো নায়িকা মম’র গোপন তথ্য !!
জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম ও নির্মাতা শিহাব শাহীনকে নিয়ে শোবিজ পাড়ায় প্রেমের গুঞ্জন বহুদিনের। শুধু তাই নয়, কথা রটেছিল তারা নাকি বিয়েও করেছেন। কিন্তু ওই সময় দু’জনেই বিয়ের বিষয়টি অস্বীকার করে গেছেন। অবশেষ জানা গেল, ২০১৫ সালের আজকের এইদিনে বিয়ে করেছিলেন তারা। আজ তাদের চতুর্থ বিবাহবার্ষিকী। তাহলে কেন বিষয়টি এতদিন গোপন রেখেছিলেন দু’জন? শিহাব শাহীন বলেন, ‘আমাদের বিয়ের বিষয় তো মিডিয়ায় গোপন ছিল না। পরিচিত সবাই জানতো। বলতে পারেন, বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলা হয়নি শুধু।’
তাহলে গণমাধ্যমগুলোকে কেন এড়িয়ে গেছেন? উত্তরে তিনি বলেন, ‘আসলে মমকে নিয়ে আমি কখনও মিথ্যা বলিনি। মিডিয়ায় আমাদের প্রেমের গুঞ্জন অনেকদিন ধরে চলেছে। আমরা কিন্তু একবারও তা অস্বীকার করিনি। দু’জনেই নিরব ছিলাম। আর যখন আমাদের বিয়ের কথা উঠলো, তখন বিয়ের বিষয়টি অস্বীকার করেছি। কারণ আমরা তখনও বিয়ে করিনি। যখন বিয়ে করেছি, তখন কোনো সংবাদপত্রে বিষয়টি বলা হয়নি আর কেউ জানতেও চায়নি, তাই বলিনি।’
শিহাব শাহীন আরও বলেন, ‘ব্যক্তিগত বিষয়গুলো মিডিয়ার সামনে তুলে ধরা কি খুব জরুরি। আমি মনে করি, না। তাই কখনও বিষয়টি নিয়ে কথা বলার প্রয়োজনও মনে করিনি।’ এদিকে, ২০০৬ সালে লাক্স তারকা হিসেবে শোবিজে পা রাখেন জাকিয়া বারী মম। ২০১০ সালের ৩১ মার্চ এজাজ মুন্নাকে বিয়ে করেন এই অভিনেত্রী। পরের বছর ২ মার্চ তাদের একমাত্র ছেলে উদ্ভাস জন্মগ্রহণ করেন। নানা কারণে এজাজ মুন্না ও মমর সংসার খুব বেশিদিন টেকেনি। ২০১৩ সালের তাদের ডিভোর্স হয়। সেই সম্পর্ক থেকে বেরিয়ে নির্মাতা শিহাব শাহীনের সঙ্গে নতুন করে পথচলা শুরু করেন মম।