বেরিয়ে এলো মিরপুরের জোড়া খু’নের আসল রহস্য !!
বেরিয়ে এলো মিরপুরে দুই গৃহকর্মী খু’ন হওয়ার রহস্য। এই মামলায় পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চের হাতে গ্রেফতার হয়েছিলেন সন্দেহভাজন রমজান ইউসুফ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এই দুই আসামি ঢাকা মহানগর হাকিম আদালতে ১৬৪ ধারায় খু’ন করার কথা স্বীকার করে জবানবন্দি দেন। তাদের জবানবন্দি রেকর্ড করেন বিচারক সারাফুজ্জামান। আসামিদের সকালে আদালতে হাজির করেন ডিবির তদন্তকারী কর্মকর্তা।
এর আগে, বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় লঞ্চে বরিশাল পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সদরঘাট এলাকা থেকে রমজান ও ইউসুফকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ভিকটিমের ব্যবহৃত ১টি মোবাইল ফোন, ১৪ হাজার টাকা, ইমিটেশনের ৩টি চেইন ও ১টি কানের দুল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে মিরপুর-২ নম্বর সেকশনের ‘এ’ ব্লকের ২ নম্বর সড়কের ৯ নম্বর বাড়ির চতুর্থ তলা থেকে দু’জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাতে গৃহকর্ত্রীর মেয়ে রশিদা বেগম বাদী হয়ে মিরপুর মডেল একটি মামলা করেন।