বৌ-ভাতের খাবারে বিষক্রিয়া, হাসপাতালে ভর্তি দুই শতাধিক মানুষ !!
ঝালকাঠি জেলায় এক বৌ ভাতের অনুষ্ঠানের খাবার খেয়ে শিশুসহ প্রায় দুই শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন । গুরুতর অবস্থায় তাদের ঝালকাঠি সদর হাসপাতাল, নলছিটি ও বরিশাল শের-ই বাংলা হাপসাতলে ভর্তি করা হয়েছেন বলে জানা গেছে ।
গতকাল রোববার (১৯ জানুয়ারি) দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলার প্রতাপ গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে খাবার খাওয়ার পর গণহারে ওই অসুস্থতার ঘটনা ঘটে।প্রতিনিধি সুত্রে জানা যায়, গত রোববার দুপুরে প্রতাপ গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের বাড়িতে তার বিয়ের (বৌ-ভাত) অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বর ও কনে পক্ষের আত্মীয়-স্বজন ও এলাকার লোকজন মিলিয়ে প্রায় আড়াইশ অতিথি অংশ নেন। ওই অনুষ্ঠানের খাবার খাওয়ার ২ ঘণ্টা পর থেকেই একে একে বমি ও পেটের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন অনেক অতিথি।
চিকিৎসকরা জানিয়েছেন, খাবারে বিষক্রিয়ায় অসুস্থরা বেশিরভাগ ডায়েরিয়ায় আক্রান্ত হয়েছেন। অনেকেই বমি করে অজ্ঞান হয়ে পড়েছে। এখন পর্যন্ত সদর হাসপাতালে ২৫ জন ভর্তি হয়েছেন। তাদের অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।