ব্যবসায়ীর ১৮ লাখ টাকা ফেরত দিলেন রিকশাচালক !!
মানুষ মানুষের জন্যে। জীবন জীবনের জন্যে। একটু সহানুভূতি কি। মানুষ পেতে পারে না; ও বন্ধু। গানের এই কথাগুলি বাস্তবে কবে রুপ নিবে সেই আশায় বসে আছে হাজারো গরিব মানুষ। তবে মুদ্রার উল্টা পিঠও আছে।
নতুন খবর হচ্ছে, রাজধানীর ভাটারা থানাধীন কোকাকোলার ঢালীবাড়ী এলাকায় রাস্তায় পড়েছিল একটি ব্যাগ। সেদিক দিয়েই যাচ্ছিলেন রিকশাচালক মো. ইউনুস। ব্যাগটি দেখতে পেয়ে তুলে দেখেন প্রচুর টাকা। তখন ব্যাগটি নিয়ে চলে যান ইউনুস। তবে ব্যাগভর্তি এত টাকা থাকা সত্ত্বেও একটি টাকা খরচ করেননি ইউনুস।
নিজের হেফাজতে রেখে টাকার মালিককে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। পরে টাকার খুঁজে অভিযানে নামা পুলিশের মাধ্যমে টাকাগুলো মালিকের হাতে তুলে দেন তিনি।