ব্রেকিংঃ আবারও বিক্ষোভ, বন্ধ হয়ে গেছে যান চলাচল !!
হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজার দিনই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ হওয়ায় নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। গতকালের পর আজও বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা শুরু করেছে তারা। বর্তমানে শাহবাগ মোর অবরোধ করে রাখা হয়েছে। এর ফলে বন্ধ হয়ে গেছে যান চলাচল।
এর আগে গতকাল বিকেলে রাজধানীর শাহবাগ মোড় প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখার পর, আজ দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভকারীরা সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন। সেসময় তাদেরকে ‘৩০ তারিখের নির্বাচন মানি না, মানবো না’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
সূত্রঃ বিডি২৪লাইভ