ব্রেকিংঃ গত ২৪ ঘণ্টায় করোনায় আ’ক্রান্ত ৩৯০ জন, মৃত ১০ জন !!
গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আ’ক্রান্ত হয়েছেন ৩৯০ জন। এ নিয়ে মোট আ’ক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৭৭২ জন। এছাড়া বাংলাদেশে গেল ২৪ ঘণ্টায় করোনা ভা’ইরাস প্রাণ কেড়ে নিয়েছে আরও ১০ জনের। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২০ জন। করোনা ভা’ইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে বুধবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানী মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনা ভা’ইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। গত ২৪ ঘণ্টায় টেস্ট করানো হয়েছে ৩০৯৬টি।
বিশ্ব পরিস্থিতি: টানা বৃদ্ধির পর গত দুই দিনে করোনায় আ’ক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। কিন্তু গত ২৪ ঘণ্টায় আ’ক্রান্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনাভা’ইরাসে একদিনেই মা’রা গেছে ৭ হাজারের বেশি মানুষ। সারা বিশ্বে সাড়ে ২৫ লাখ ছাড়িয়েছে আ’ক্রান্তের সংখ্যা।
ওয়ার্ল্ডোসিটারের তথ্য অনুয়ায়ী, বিশ্বজুড়ে আ’ক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৫৬ হাজার ৯০৯ জন। গত ২৪ ঘণ্টায় আ’ক্রান্ত হয়েছে ৭৫ হাজার ২৪৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৬ লাখ ৯০ হাজার ২৬৫ জন। বর্তমানে বিশ্বে ১৬ লাখ ৮৮ হাজার ৬৫০ জনের দেহে ভা’ইরাসটি শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১৬ লাখ ৩১ হাজার ৪০০ জন চিকিৎসাধীন, যাদের অবস্থা স্থিতিশীল। আর ৫৭ হাজার ২৫০ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিইউতে রয়েছেন।
বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থা যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আ’ক্রান্ত ৮ লাখ ১৮ হাজার ৭৪৪, মা’রা গেছে ৪৫ হাজার ৩১৮ জন। এখন পর্যন্ত করোনায় সর্বোচ্চ মৃত্যু এবং আ’ক্রান্ত যুক্তরাষ্ট্রে। এছাড়া স্পেনে আ’ক্রান্ত ২ লাখ ৪ হাজার ১৭৮, মা’রা গেছে ২১ হাজার ২৮২ জন। ইতালিতে আ’ক্রান্ত ১ লাখ ৮৩ হাজার ৯৫৭, মা’রা গেছে ২৪ হাজার ৬৪৮ জন। ফ্রান্সে আ’ক্রান্ত ১ লাখ ৫৮ হাজার ৫০, মা’রা গেছে ২০ হাজার ৭৯৬ জন। জার্মানিতে আ’ক্রান্ত ১ লাখ ৪৮ হাজার ৪৫৩, মা’রা গেছে ৫ হাজার ৮৬ জন। যুক্তরাজ্যে আ’ক্রান্ত ১ লাখ ২৯ হাজার ৪৪, মা’রা গেছে ১৭ হাজার ৩৩৭ জন। তুরস্কে আ’ক্রান্ত ৯৫ হাজার ৫৯১, মা’রা গেছে ২ হাজার ২৫৯ জন। ইরানে আ’ক্রান্ত ৮৪ হাজার ৮০২, ‘মা’রা গেছে ৫ হাজার ২৯৭ জন। চীনে আ’ক্রান্ত ৮২ হাজার ৭৮৮, মা’রা গেছে ৪ হাজার ৬৩২ জন। ব্রাজিলে আ’ক্রান্ত ৪৩ হাজার ৭৯, মা’রা গেছে ২ হাজার ৭৪১ জন। বেলজিয়ামে আ’ক্রান্ত ৪০ হাজার ৯৫৬, মা’রা গেছে ৫ হাজার ৯৯৮ জন। কানাডাতে আ’ক্রান্ত ৩৮ হাজার ৪২২, মা’রা গেছে ১ হাজার ৮৩৪ জন। নেদারল্যান্ডসে আ’ক্রান্ত ৩৪ হাজার ১৩৪, মা’রা গেছে ৩ হাজার ৯১৬ জন।