ব্রেকিং- গত ২৪ ঘণ্টায় করোনায় আ’ক্রান্তের রেকর্ড , মৃ’ত ১৫ জন !!
গত ২৪ ঘণ্টায় করোনা ভা’ইরাসে আ’ক্রান্ত হয়েছেন ২০২৯ জন। মোট আ’ক্রান্ত ৪৩২১ জন। ২৪ ঘণ্টায় মারা গেছে ১৫ জন। মোট মারা গেছেন ৫৫৯ জন।গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৩১০ টি।
আজ দুপুরে করোনা ভা’ইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করা হয়।অপরদিকে সারাবিশ্বে এই রিপোর্ট লেখা পর্যন্ত পর্যন্ত করোনাভা’ইরাসে আ’ক্রান্ত হয়েছে ৫৮০ লাখ ৩ হাজার ৭৮৫ জন এবং মা’রা গেছে ৩ লাখ ৫৭ হাজার সাতশ ৭১৪ জন।
সাধারণ ছুটি না বাড়ানোর প্রজ্ঞাপন জারি !!
ম’রণঘাতি করোনা ভা’ইরাসের কারণে টানা ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে ১৫ জুন পর্যন্ত চলাচল সীমিত করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ বৃহস্পতিবার (২৮ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে ১৩ দফা বিভিন্ন স্বাস্থ্য বিধি দেয়া হয়েছে। তা আগামী ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত বলবৎ থাকবে। প্রজ্ঞাপনে বলা হয়, এই নিষেধাজ্ঞাকালে এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করা যাবে না। প্রতিটি জেলায় থাকবে চেকপোস্ট। স্কুল কলেজ বন্ধ থাকবে ১৫ জুন পর্যন্ত, চলবে অনলাইনে ক্লাস।
করোনা ভা’ইরাসের সংক্রমণ রোধে গত ২৩ শে মার্চ সরকার প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে। পরে দ্বিতীয় দফায় ১৪ এপ্রিল পর্যন্ত, তৃতীয় দফায় ২৫ এপ্রিল পর্যন্ত ও চতুর্থ দফায় ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি বর্ধিত করা হয়। এরপরও পরিস্থিতির উন্নত না হওয়ায় পঞ্চম দফায় ১৬ মে এবং সর্বশেষ ৩০ মে পর্যন্ত ছুটি বৃদ্ধি করে সরকার।