ব্রেকিং- চীন ও ভারত বাহিনীর সংঘ’র্ষ – কর্নেল সহ ৩ ভারতীয় সেনা নিহত !!
কাশ্মীর অঞ্চলের লাদাখে চীনা সেনাদের সঙ্গে ভারতীয় বাহিনীর সংঘ’র্ষের ঘটনা ঘটেছে। এতে ভারতীয় বাহিনীর তিন জন সেনা নিহত হয়েছেন। ভারত এবং চিন সেনার র’ক্তক্ষয়ী সংঘ’র্ষে নিহত হলেন এক ভারতীয় কর্নেল এবং দুই জওয়ান।
সেনা সূত্রে খবর, গত সোমবার রাতে লাদাখের (Ladakh) গলওয়ান উপত্যকায় (Galwan Valley) এই সংঘর্ষ ঘটে।একটি অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে,”গলওয়ান উপত্যকায় উত্তেজনা প্রশমন প্রক্রিয়া চলাকালীন গতকাল রাতে এক সহিংস মুখোমুখি সংঘ’র্ষ হয়।
ওই সংঘ’র্ষে প্রা’ণহা’নির ঘটনাও ঘটে। ভারতীয় সেনাবাহিনীর একজন কর্মকর্তা ও দু’জন জওয়ান নি’হত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য দু’পক্ষ বর্তমানে বৈঠক করছে”।